শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

উত্তরায় ছিনতাইকারীর কবলে সৌদিপ্রবাসী একজন গ্রেপ্তার  

উত্তরা প্রতিনিধি

উত্তরায় ছিনতাইকারীর কবলে সৌদিপ্রবাসী একজন গ্রেপ্তার  

রাজধানীর উত্তরায়  নগদ টাকা ছিনতাই স্বীকার হয়েছেন সৌদি প্রবাসী ইমরান হোসেন (৩৪)। সোমবার (১৮ মার্চ) যশোরের ঝিকরগাছার বিশহারি এলাকার সৌদিপ্রবাসী ঢাকা এয়ারপোর্ট থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে উত্তরা পশ্চিম থানা এলাকার খালপাড় নামক স্থানে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় জাহাঙ্গীর আলমর খানকে গ্রেপ্তার করা হয় এবং রোবাইয়াত পলাতক রয়েছে ও ১২০০ রিয়াল (প্রায় ৩৯০০০ টাকা) জব্দ করা হয় । 

পুলিশ জানায়, গ্রেপ্তার জাহাঙ্গীর আলম নেত্রকোনার পূর্বধলা থানার বাদেপুটিকা খানব বাড়ির মৃত-আব্দুল কুদ্দুস খানের ছেলে। বর্তমানে তুরাগের ফুলবাড়ীয়া এলাকার আব্দুল আউয়ালের বাড়ির ভাড়াটিয়া।  পলাতক রোবাইয়াত তুরাগরে নলভোগ এলাকার বাসিন্দা। 

মামলার এজহার থেকে জানা যায়, সৌদি আরব থেকে আসা প্রবাসী ইমরান হোসেন বলেন, আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকার যোগে গ্রামের বাড়ি উদ্দেশ্যে রওনা হই। 

পথে প্রবাসী সোনারগাঁও জনপথ রোডের বাসা নং-৩৮ তে অবস্থিত প্লানেট-ইন্টার ন্যাশনাল নামে দোকানের ম্যানাজারকে গিয়ে বলেন,  ভাই এখানে আশে পাশে ব্যাংক আছে কিনা জানতে চাইলে জিজ্ঞাসা করে ব্যাংকে কি কাজ তখন বলেন,  সে বিদেশ থেকে এসেছে।

আমার কাছে বাংলা টাকা নাই কিছু সৌদি-রিয়াল ভাঙ্গাবো বলে, ওই ব্যক্তিরা এসময় তাকে এলোপাথারী মারপিট করে জোরপূর্বক তার কাছ থেকে নগদ ৬৫০০ (ছয় হাজার পাঁচশ) রিয়াল ছিনিয়ে নেয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে দোকান থেকে বের করে দেয়। 

পরবর্তীতে বিষয়টি তুরাগ থানায় জানালে তুরাগ থানা পুলিশ  উত্তরা পশ্চিম থানায় যোগাযোগ করতে বলে। এই বিষয়ে প্রবাসীর বাবা উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। ওই ঘটনার প্রেক্ষিতে ১নং আসামি 

জাহাঙ্গীর আলমকে উত্তরা পশ্চিম থানার এসআই নসিবুল গ্রেপ্তার করে ২নং আসামি রোবাইয়াত পলাতক রয়েছে।

টিএইচ